নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানে দাওয়াত কার্ডে অতিথি হিসেবে আওয়ামীলীগ নেতার নাম নিচে থাকার অপরাধে ওই আওয়ামীলীগ নেতার হুকুমে তার বাহিনীর সদস্যরা একটি স্কুলের প্রধান শিক্ষককে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার কাঞ্চন মধ্য বাজারে এলাকায় অনুষ্ঠানের দাওয়াত দিতে গিয়ে এই হামলার শিকার হন ওই শিক্ষক।
হামলার শিকার শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তিনি হাঁটাবো টেকপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। আবুল কালাম আজাদ সাত্তার জুট মিল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আহত শিক্ষক আবুল কালাম আজাদ জানান, হাটাবো টেকপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত কার্ড তৈরি করা হয়। ওই দাওয়াত কার্ডে প্রধান অতিথি উপস্থিত থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিসহ অনেকেরই নাম রয়েছে । সেখানে অতিথি হিসেবে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নামও রয়েছে।
রোববার দুপুরে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে কার্ড দিয়ে দাওয়াত দিতে যান আবুল কালাম আজাদ। দাওয়াত কার্ড হাতে পেয়ে গোলাম রসুল কলি রেগে যান। রেগে যাওয়ার কারণ জিজ্ঞাসা করায় কলি বলেন, দাওয়াত কার্ডে আমার নাম অতিথি হিসেবে নিচে কেন? এসময় গোলাম রসুল কলিসহ উপস্থিত তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে গোলাম রসুল কলির সামনেই তার বাহিনীর বাছির, লোহা শাহীন, মতিউর, মতিনসহ ১০/১২ জন মিলে শিক্ষক আবুল কালাম আজাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা এলোপাথারি ভাবে কিল ঘুষি এবং পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আবুল কালাম আজাদের আত্ম চিৎকারে এগিয়ে আসলে হামলাকারিরা স্থান ত্যাগ করে চলে যায়। পরে আবুল কালাম আজাদরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে প্রধান শিক্ষকের উপর নেককারজনক হামলার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না না হলে এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন অবরোধ সহ বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে।
এ বিষয়ে কাঞ্চন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দাওয়াত কার্ডে অতিথির কোন বিষয় নয়। আবুল কালাম আজাদ নিজের দাপট দেখিয়ে আমাদের ছেলেপেলেদের উদ্দেশ্য করে উল্টাপাল্টা কথা বলেছে তাই তাকে কয়েকটি চড় থাপ্পর দেওয়ার ঘটনা ঘটেছে। সেখান থেকে আমি তাকে ছাড়িয়ে দিয়েছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েব বলেন, এ ধরনের ঘটনার এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রেকর্ড করে আসামিদের গ্রেফতার করা হবে।