সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনায় গাজীপুর বিআরটিএ’র ব্যাতিক্রম উদ্দ্যোগ
- হাসিব খান, গাজীপুরঃ
-
২০২৩-০২-১৭ ১০:২৬:৩৬
- Print
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনা বৃদ্ধি এবং সড়ক নিরাপদের লক্ষ্যে ব্যাতিক্রম প্রচারণার উদ্যোগ নিয়েছে গাজীপুর বিআরটিএ। নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আমাদের দায়িত্ব সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার(১৭ ফেব্রæয়ারি) জুমআর নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদে এবং হাক্কানি মসজিদে নামাজে আগত মুসল্লিদের মাঝে এ লিফলেট বিতরণ করেন গাজীপুরবিআরটিএ’র সহকারি পরিচালক আবু নাঈম।
লিফলেটটিতে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সড়ক দূর্ঘটনা কারণসমূহ,পথচারী, যাত্রী, গাড়ি চালক, মোটরসাইকেল চালক, যানবাহন মালিক এবং অভিভাবক হিসেবে সকলের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে করণীয় রয়েছে।যার মধ্যে ফিটনেসবিহীন গাড়ি, বৈধ লাইসেন্সবিহীন চালক, ওভারস্পীড, ওভারলোড, বেপরোয়া ওভারটেকিং, নিয়ম না মেনে পথ চলা (ফুটপাত, ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং), চালকের মাদকাসক্তি, রাস্তা পারাপারের সময় ডানে-বামে ভালোভাবে লক্ষ্য করে জেব্রা ক্রসিং/ফুট ওভারব্রিজ/আন্ডাপাস,দিয়ে রাস্তা পার হওয়া, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা,অনুমোদনহীন যানবাহন যেমন ইজি বাইক, ইঞ্জিন রিক্সা, নছিমন, ভটভটি ইত্যাদিতে আরোহন না করা, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলা - ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও রোড সাইন সম্পর্কে পুরোপুরি ধারণা রাখা,গাড়ি চালানোর পূর্বে গাড়ির প্রাথমিক নিরাপত্তা বিধান যেমন- ইঞ্জিন অয়েল, ব্রেক, গিয়ার, ঢাকা, জ্বালানী, পানি ইত্যাদি পরীক্ষা করা,উল্টা পথে মোটরসাইকেল না চালানো, ফুটপাত দিয়ে মোটরসাইকেল না চালানো,মোটরসাইকেলে আরোহনের পূর্বের চালক ও আরোহীর হেলমেট পরিধান নিশ্চিত করা এবং চালকসহ দুই জনের বেশি আরোহন না করা এমন অনেক সচেতনতামূলক বিষয় উল্লেখ করা হয়।
সহকারি পরিচালক আবু নাঈম বলেন,সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলেরই ভূমিকা রয়েছে। একতাবদ্ধভাবে কাজ করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। অননুমোদিত ও ত্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দুর্ঘটনার জন্য দায়ী, তেমনিভাবে দায়ী পথচারী এবং যাত্রীগনের অসচেতনতা। সকলে মিলেই আমাদেরকে আনতে হবে পরিবর্তন। সড়ক নিরাপদ করার লক্ষ্যে লিফলেট বিতরণের এ র্কাযক্রম চলমান থাকবে।