ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ফুলবাড়ীতে আওয়ামী লীগের জনসভা ও কার্যালয় উদ্বোধন
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০২-১৬ ১১:১২:৫৫
দেশব্যাপী বি এন পি জামাত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার জনসভা অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমালসহ আর অনেকে। জনসভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা