ভারী বর্ষার তীব্র স্রোতে এবার ঝুঁকিপূর্ণ দক্ষিণাঞ্চলের নৌ পথ। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এখন এই রুটের অনেকখানে খুঁজে পাওয়া দায় মূল চ্যানেল।
এছাড়া দক্ষিণাঞ্চল যাওয়ার প্রধান রুট মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় বিকল্প পথে চলতে হবে নৌযানকে। ফলে একান্ত প্রয়োজন না হলে এবার ঈদে নৌপথে বাড়ি না যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।