ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
গার্ডেন রিফ্রেশমেন্ট কিডস জোন ব্যাডমিন্টন টুর্নামেন্টের এর আয়োজনে
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০২-১৫ ০৯:৫৪:৪৫

পলাশের গর্ব যুব সমাজের আইকন পলাশ ঘোড়াশাল এর  মেয়র আল মুজাহিদ হোসেন তুষার মহোদয় এর উদ্যোগে গার্ডেন রিফ্রেশমেন্ট কিডস জোন ব্যাডমিন্টন টুর্নামেন্টের এর আয়োজন করেন। আজ এই ফাইনাল টুর্নামেন্ট খেলা  চলা কালিন সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জিনারদি  ইউনিয়নের  চেয়ারম্যান প্রফেসর  মোঃ কামরুল ইসলাম গাজী মহোদয়।এই টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ও মোহাম্মদ এমদাদুল হক পুলিশ পরিদর্শক তদন্ত । শত শত বছর ধরে ইউরেশিয়াতে ক্রীড়া কর্মকর্তাদের মধ্যে শাটল কক দিয়ে খেলার প্রচলন ছিল,  কিন্তু ব্যাটমিন্টনের আধুনিক সংস্করণটি ১৯ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ ভারতের প্রবাসী কর্মকর্তাদের মাধ্যমে ব্যাটলডোর এবং শাটলকক খেলার একটি রূপ হিসাবে বিকাশ লাভ করে।("র‌্যাকেট" এর পুরাতন নাম ছিল "ব্যাটলডোর ) তবে নামটির সঠিক উৎপত্তি এখনো অস্পষ্ট। গ্লুচেস্টারশায়ারে অবস্থিত ডিউক অব বিউফোর্ট এর ব্যাডমিন্টন হাউস থেকে নামটি এসেছে,  কিন্তু কেন এবং কোথা থেকে এসেছে তা অস্পষ্ট রয়ে গেছে। ১৮৬০ সালের প্রথম দিকে, আইজ্যাক স্প্র্যাট নামে লন্ডনের একজন খেলনা ব্যবসায়ী ব্যাডমিন্টন ব্যাটলডোর - এ নিউ গেম নামের একটি পুস্তিকা প্রকাশ করেছিলেন, কিন্তু পুস্তিকাটির কোন অনুলিপি টিকে আছে কিনা তা জানা যায়নি। ১৮৬৩ সালে দ্য কর্নহিল ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে ব্যাডমিন্টনকে "ব্যাটলডোর ও শাটলকক দুইটি পক্ষে খেলা হয়, মাটি থেকে প্রায় পাঁচ ফুট উপর পর্যন্ত একটি জাল দেওয়া হয়" হিসাবে বর্ণনা করা হয়েছে।

খেলাটির উন্নয়ন মূলত ভারতে ব্রিটিশ প্রবাসীদের মাধ্যমে ঘটেছে এবং ভারতে এটি ১৮৭০-এর দশকে খুব জনপ্রিয় ছিল। বল ব্যাডমিন্টন হলো এক ধরনের খেলা যা শাটলককের পরিবর্তে পশমের বল দিয়ে খেলা হতো, ১৮৫০-এর দশকের প্রথম দিকে খেলাটি ভারতের তানজাবুরে শুরু হয়েছিল। এবং প্রথমে ব্রিটিশদের দ্বারা ব্যাডমিন্টনের সাথে বিনিময়যোগ্যভাবে খেলা হত, পশমী বল দিয়ে বাতাস বা ভেজা আবহাওয়ায় এটি খেলাটি জন্য উপযুক্ত।

প্রথম দিকে, খেলাটি পুনে শহরের নাম অনুযায়ী পুনে বা পুনেহ নামে পরিচিত ছিল, পরবর্তীতে এটি পুনের গ্যারিসন শহরে বিশেষভাবে জনপ্রিয় ছিল এবং সেখানে ১৮৭৩ সালে প্রথম খেলার নিয়ম তৈরি করা হয়।১৮৭৫ সালে ব্রিটিশ কর্মকর্তারা বাড়ি ফিরে ফোকস্টোনে একটি ব্যাডমিন্টন ক্লাব তৈরি করেছিল। প্রাথমিকভাবে, খেলাটিতে উভয় পক্ষে ১ থেকে ৪ জন খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতায় খেলা অনুষ্ঠিত হয়েছিল, তবে পরবর্তীতে উভয়পক্ষে দুইজন বা চারজন খেলোয়াড় নিয়ে খেলার প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। শাটলককগুলিতে রবার ব্যবহার করা হয় এবং খেলার জন্য উপযুক্ত কিনা যাচাই করতে সীসার সাথে ওজন মাপা হয়। এবং এটি এমন ভাবে তৈরি করা যে, খেলার সময় শাটলকক যেন জালের সাথে আঘাত লেগে মাটিতে পড়ে যায়।

১৮৮৭ সাল পর্যন্ত পুনে নিয়ম অনুসরণ করে খেলাটি পরিচালিত হতো। পরবর্তীতে বাথ ব্যাডমিন্টন ক্লাবের জে.এইচ.ই. হার্ট সংশোধিত প্রবিধান তৈরি করেন। এরপর ১৮৯০ সালে পুনরায় হার্ট এবং ব্যাগনেল ওয়াইল্ড নিয়ম সংশোধন করেন। ইংল্যান্ডের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ১৮৯৪ সালে এই নিয়মগুলি প্রকাশ করে এবং ১৩ সেপ্টেম্বর পোর্টসমাউথের "ডানবার" নামের একটি বাড়িতে আনুষ্ঠানিকভাবে খেলাটি চালু করে।১৮৯৯ সালে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইংল্যান্ড প্রথম অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নামের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করে। প্রতিযোগিতাটি ছিল পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত এর জন্য তবে পরবর্তীতে ১৯০০ সালে একক প্রতিযোগিতা যোগ করা হয়। ১৯০৪ সালে একক প্রতিযোগিতা হিসেবে ইংল্যান্ড-আয়ারল্যান্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।১৯৩৪ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্‌স্‌, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। বর্তমানে ফেডারেশনটির নাম হলো ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। ১৯৩৬ সালে ভারত সদস্য হিসেবে অধিভুক্ত হয়। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন এখন আন্তর্জাতিক ব্যাডমিন্টন পরিচালনা করে। যদিও ব্যাডমিন্টন এর সূচনা ইংল্যান্ডে হয়েছিল তবে প্রতিযোগিতামূলক পুরুষদের ব্যাডমিন্টন ঐতিহ্যগতভাবে ডেনমার্কের দ্বারা ইউরোপে প্রাধান্য পেয়েছিল কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী এশিয়ার দেশগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রভাবশালী হয়ে উঠেছে। চীন, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ('চীনা তাইপেই' হিসেবে খেলছে) এবং জাপান হলো সেই দেশগুলি যারা বিগত কয়েক দশকে ধারাবাহিকভাবে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করেছে, সম্প্রতি পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতায় চীন পরাশক্তিতে পরিণত হয়েছে, পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন। মাননীয় মেয়র আল মুজাহিদ হোসেন তুষার এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আয়োজনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশ্বাস দিয়ে বলেন খেলাধুলা এমন একটা পরিবেশের সৃষ্টি করে যেখানে মানুষ খেলাধুলায় থাকলে অসামাজিক কাজকর্ম থেকে বাজে কাজ থেকে নেশা দ্রব্য চুরি ইভটিজিং থেকে সব সময় ভালো থাকা যায় এবং শরীরও ভালো থাকে শরীরে অসুখ বাসা বাঁধতে পারে না অতএব মাননীয় মেয়র এর প্রতি দৃষ্টি রেখে পলাশ থানা ওসি বলেন মাননীয় মেয়র যদি চায় তাহলে পলাশের যুব সমাজকে আরো উৎসাহিত করার জন্য আহ্বান জানান যাতে করে যুবসমাজ খারাপ কাজে ধাবিত না হয়ে খেলাধুলায় থাকে।সমাজের উন্নয়ন করেন ও একে অপরের সাথে কাদ মিলিয়ে থাকে। পলাশ জিনারদি ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর কামরুল  ইসলাম  গাজী বলেন খেলাধুলা থাকলে শরীর মন উভয় ভালো থাকে। আজ এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন পলাশের গর্ব মেয়র  আল মোজাহিদ হোসেন তুষার মহোদয় ও এস এম মান্নান মিয়া,আর রানার্সআপ হন মোঃ মাকসুদুর রহমান এর দল, বিজয়ীদের হাতে ক্রেস্ট  তুলে দেন পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স