ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
লালমোহনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০২-১৪ ০৭:৪০:১০

ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পৌছে দেয়া। তার দ্বারাই সম্ভব দেশে প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরী করে ইসলামের প্রচারকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেয়া। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দেশের মদ ও জুয়ার লাইসেন্স বাতিল করেছিল।তার পরবর্তি সরকার এসে দেশে মদ ও জুয়ার লাইসেন্স দিয়েছে। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী হিসেবে তারই যোগ্য কন্যা আজ ইসলাম প্রচারে বিশেষ ভুমিকা পালন করছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করছে, কওমী শিক্ষাকে সনদ দেয়ার মাধ্যমে স্বীকৃত দিয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক  কেন্দ্রে লালমোহনে  উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন ভোলা - ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মডেল মসজিদের ইমাম মোঃ নাইমুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসার মুহতামীম মাওঃ আবুল কাশেম,  ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশারফ হোসেন,উত্তর বাজার জামে মসজিদ ইমাম মাওঃ মোঃ হোসেন, লালমোহন ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ শাহেআলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক দিদারুল ইসলাম অরুন,কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,লালমোহন ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম ওলামাগন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ