ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভালবাসার ফুল ক্রয় করে প্রিয় মানুষকে দিতে হবে তাই.......
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০২-১৪ ০৭:৩১:২৪

দিনাজপুরে পহেলা ফাল্গুন ও ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা ( ভ্যালেন্টাইন্স ডে)  উপলক্ষ্যে সকাল থেকেই  তরুন তরুনীদেরকে ফুলের দোকানে ভীর করতে দেখা গেছে । ফুলের দোকান থেকে ফুল ক্রয় করে প্রিয়জনদের হাতে তুলে দেওয়ার জন্য মুলত ফুল ক্রয় করতে এসেছে । 

দিনাজপুরে  মাধবী , পুস্প বিতারন , মালঞ্চসহ বেশ কয়েকটি ফুলের দোকানে একদিনের জন্য ১০ লাখ টাকার ফুল বিক্রির টার্গেট করেছেন ফুল ব্যবসায়ী। ফুল বিক্রির রেকর্ড সৃষ্টি করতে অগ্রিম ফুল এনে ফুর বিক্রি  করছেন ফুল ব্যবসায়ীরা।

দিনাজপুর শহরের মর্ডান মোড়, গনেশতলা, জেল রোড, লিলিমোড়ে ঘুরে দেখা গেছে, শহরের স্থায়ী দোকানগুলোতে বিভিন্ন স্থান থেকে ফুল এনে সাজিয়ে রাখছেন পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্র“য়ারীর জন্য। বিশ্ব ভালোবাসা দিবস উপল¶ে স্থায়ী দোকান বাদেও মৌসুমী ফুল বিক্রেতারা বসেছেন রাস্তার ধারে ফুল নিয়ে। বিভিন্ন দিবসে দিনাজপুরের ফুলবাড়ীদের বিক্রি বেশি হয়।

এবারই দিনাজপুর শহরে ছোট-বড় মিলে প্রায় ১৫ টি দোকানে ১০ লাখ টাকার ফুল বিক্রির টার্গেট করেছে ফুল ব্যবসায়ীরা। দিনাজপুরের স্থায়ী ব্যবসায়ীরা সাধারণত যশোর থেকে ফুল আনলেও মৌসুমী ব্যবসায়ীরা স্থানীয় সদর উপজেলার সুখসাগর, বাশেরহাটে ব্র্যাকের নার্সারী ও বিরল উপজেলার কাজীপাড়া থেকে ফুল এনে বিক্রি করেন।

দিনাজপুর শহরের সবচেয়ে বড় ফুলের দোকান গনেশতলার মাধবী গ্রিটিংস কর্ণারের স্বত্বাধিকারী বেলাল হোসেন জানান, তিনি প্রায় ১৫ বছর ধরে ফুল ব্যবসার সাথে জড়িত। তাঁর দোকানে বর্তমান স্টাফের সংখ্যা ১৩ জন। তিনি যশোর থেকে পাইকারী ফুল এনে দিনাজপুরে বিক্রি করেন। বর্তমানে গোলাপফুল, চায়না গোলাপ , সাদা গোলাপ ,হাসনা হেনা , লিলি , কাঠবেলি, গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন ধরনের ফুল রয়েছে তার দোকানে। তিনি ১৪ ফেব্র“য়ারী বিশ্ব ভালোবাসা দিবসে উপলক্ষ্যে ৪ লাখ টাকার ফুল বিক্রির টার্গেট নির্ধারণ করেছেন।

জেল রোডের শুভ ফুল বিতানের স্বত্বাধিকারী সুভাষ চন্দ্র রায় জানান, তিনি এবছর প্রায় ১ লাখ টাকার ফুল বিক্রির টার্গেট নির্ধারণ করেছেন। যশোরের পাইকারী ফুল আনতে অনেক বেশি দাম দিতে হচ্ছে। সেখানে ফুলের দাম বেশি হওয়ায় এ বছর ফুলের দাম বেশি।

মৌসুমী ফুল ব্যবসায়ী শাহরিয়ার হোসেন জানান,  দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে ফুল নিয়ে এসে বিক্রি করেন। মৌসুম অনুযায়ী ফুল বিক্রি করে তাদের লাভ হয়। বিভিন্ন দিবসের ২/৩ দিন আগে থেকে তারা শহরের বিভিন্ন রাস্তার ধারে টেবিল-চেয়ার বসিয়ে ফুল বিক্রি করেন।

ফুল কিনতে আসা ক্রেতা রফিকুল ইসলাম জানান, এবছর ফুলের দাম অনেক বেশি প্রতি পিস গোলাম ২০ টাকার নিচে বিক্রি করছে না। দাম বেশি হলেও কি করব নিতে তো হবেই।

ফুল ক্রেতা মোনালিসা শিউলি জানান, আজ বিশেষ দিন তাই ফুল ক্রয় করতে এসেছি। কয়েকটি লাল গোলাপ , একটা সাদা গোলাপসহ একটি ষ্টিক ক্রয় করলাম । আজ ফুল ক্রয় করতে হবে প্রিয় মানুষকে উপহার দিতে হবে। দামটা বিশেষ কিছু না। 

কলেজ ছাত্র রুমি বলেন , ফুল শুধু প্রেমিক দিতে হবে এমনা নয় । আজ ভালবাসা দিবস তাই ফুল ক্রয় করেছি । আমার বোন আর ভাবীর জন্য ক্রয় করেছি । আজকের জন্য ফুলের দাম একটু বেশি মনে হচ্ছে । 

 ফুল ক্রেতা তৌফিক আহমেদ বলেন,  আমার প্রেমিকার জন্য কয়েকটি গোলাপ কিনেছি । সে আজ বাসনতি  শাড়ি পড়েছে । শাড়ির সাথে মিল রেখে গেন্দা ফুলের মালা আর  ফুলের বেদি মাথায় পড়েছে । ভাল লাগছে সারা দিন সে আজ আমার সাথেই ছিল। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী