ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সুন্দরবন রক্ষার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০২-১৪ ০৭:২২:৩৮

বাংলাদেশের ফুসফুস সুন্দরবন রক্ষার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ফারজানা মিশু টুম্পা ও সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ ইবু।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে যে পরিমান বনাঞ্চল থাকা দরকার তার চাইতে ক্রমেই কমে যাচ্ছে বনাঞ্চল। একদিকে বনাঞ্চল সংরক্ষণ করছি না তারপর আবার সৃষ্টি ও করছি না। এছাড়া সুন্দরবন আমাদের নানান সময় প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করে। তাই আমাদের সবারই উচিত বেশি বেশি বনাঞ্চল তৈরি করা এবং সেই সাথে বনাঞ্চল রক্ষা করা।

এসময় উপস্থিত ছিলেন আদর্শ মানবসেবা সংগঠনের প্রতিনিধি সাদেক হোসেন খোকা ও পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার সদস্য বৃন্দ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী