ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০২-১৩ ১০:১৪:৪৯

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) ২৪ মাস মেয়াদী পরিচালনা পরিষদের পরিচালক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ২১টি পদের বিপরিতে ৩ জন স্বতন্ত্র ও একজন সহযোগি সদস্য, একজন গ্রুপ সদস্য ও একজন টাউন এসোসিয়েট সদস্য প্রার্থীসহ দু’টি প্যানেলের মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ মার্চ-২০২৩ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে দিনাজপুর শহরের মালদহপট্টিস্থ চেম্বারের নিজস্ব ভবনে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের ও চেম্বারের সচিব শান্ত’র হাতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। প্যানেল দু’টি মধ্যে রয়েছে দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু’র নেতৃত্বাধীন প্যানেল ও দিনাজপুর চেম্বারের অপর সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিমের নেতৃত্বাধীন পরিষদের প্যানেল।   

এছাড়া ৩জন স্বতন্ত্র প্রার্থী, সহযোগি সদস্য (ব্যাংক-বীমা) একজন, গ্রুপ সদস্য একজন ও টাউন এসোসিয়েট সদস্য একজন এই ৩টি পদে ৩জন মনোনয়নপত্র জমা দেন।

দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ নুরুল মঈন মিনু’র নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা হলেন-মোঃ নুরুল মঈন মিনু, আলহাজ¦ মোঃ রেজাউল করিম, বিশ^নাথ আগরওয়ালা, মোঃ রফিকুল ইসলাম সোনা, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, মানবেন্দ্র দাস মনোজ, মুরাদ আহমেদ, তায়েফ বিন শরীফ, মঞ্জুর মুর্শেদ সুমন, জহির শাহ, মোঃ মাহামুদুর রহমান মাসুম, সুলতানা রাজিয়া জুঁই, মোঃ রুবেল ইসলাম, মোঃ আরসাদ আলী খান, মোঃ শামীম শেখ, মোঃ মোজাফ্ফর আলী মিলন, ইসলাম উদ্দীন আহম্মেদ ও মামুন উর রশিদ। 

অপরদিকে চেম্বারের আরেক সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বাধীন পরিষদের প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোঃ জর্জিস আনাম, সোজা উর রব চৌধুরী, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ শামীম কবির, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ আখতারুজ্জামান জুয়েল, শাহেদ রিয়াজ পিম, আব্দুল্লাহ আল কাফি লিটন, রাহবার কবির পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ জহির খান, বাশদা ইমাম আরাফাত, মোঃ সানোয়ার হোসেন ও কাজী গোলাম জিলানী মোস্তফা। 

এছাড়া পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আবুজার সেতু, মোঃ রবিউল আলম বাবু ও মোঃ আইনুদ্দীন সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সহযোগি সদস্য (ব্যাংক-বীমা) পদে শাহ রেজাউর রহমান হিরু, গ্রুপ সদস্য পদে মোঃ হারুনুর রশিদ খান ও টাউন এসোসিয়েট সদস্য পদে মোঃ জাকারিয়া জাকা নিজ নিজ পদের বিপরিতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী