ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দুর্গাপুরে কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের সম্মিলিত বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২৩-০২-১২ ০৯:৪১:২৭

স্মাট বাংলাদেশ বিনির্বানের লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুন প্রজন্মকে একত্রিত করার লক্ষ্যে দুর্গাপুরে কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের সম্মিলিত বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশমত গনকৈড় ছাত্রলীগের আয়োজনে আড়ইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়নে সকল ওয়ার্ডের সম্মিলিত বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খাঁন।

ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাদমান সাকিব রোহান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি।

ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সোহাগ মোল্লা'র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন।

ছাত্রলীগের সম্মিলত সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান-উল হক মাসুদ, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন নাসিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব খাঁন, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আবু হানিফ, কিশমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আদম আলী, আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আসাদুজ্জামান, বক্তব্য রাখেন কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সোহাগ মোল্লা, উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইসরাফিল আলম, দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাওসার আহম্মেদ, কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোতাসিন সরকার মোস্তাইন, আব্দুল্যা আল সৈকত সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে ছাত্রলীগের ৯ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের নাম গ্রহন শেষে যাছাই-বাছাইয়ের মাধ্যমে সভাপতি সম্পাদকের নাম ঘোষনা করা হয়।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা