ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দীর্ঘদিন পরে জায়গা হলো রাজশাহী জেলা আওয়ামী লীগের
  • রাজশাহী প্রতিনিধিঃ
  • ২০২৩-০২-১২ ০৯:২৪:৩০

দীর্ঘদিন পরে জায়গা হলো রাজশাহী জেলা আওয়ামী লীগের।রাজশাহী জেলা আওয়ামী লীগের জন্য নিজস্ব ভবন তৈরির জন্য জেলা প্রশাসকের নিকট থেকে জমি অধিগ্রহণ করা সম্ভব হয়েছে। যা ইতিপূবে আগে হয়নি। রাজশাহী নগরীর একদম প্রাণকেন্দ্রে রাণী বাজার এলাকায় এই জমি অধিগ্রহণ করা হয়। জেলা আওয়ামী লীগের সূত্র মতে,রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য রাজশাহী নগরীর মধ্যে জমি বরাদ্দদান পূর্বক জমির ডি.সি.আর পত্র হস্তান্তর করা হয়েছে। রাজশাহী জেলা আওয়ামী লীগ রাজশাহী জেলা প্রশাসনের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা'র পক্ষ থেকে এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ নিবেদন করেছেন।রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য জমির উক্ত কাগজপত্র রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে হস্তান্তর করেন রাজশাহী জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল জলিল এবং সন্মানিত এডিসি রেভিনিউ জনাব মোঃ শরিফুল ইসলাম।

রাজশাহী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া জমির উক্ত কাগজপত্রাদি গ্রহণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সন্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সন্মানিত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।

এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পবার নওহাটা পৌরসভার মেয়র মোঃ হাফিজুর রহমান হাফিজ।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা