ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গলাচিপায় অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০২-১২ ০৫:৪৯:০৮
পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে অবস্থিত ৪ টি দোকানে অগ্নিকান্ডের কারণে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় বৈদ্যুতিক সটসার্কিট এর কারণে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ হওয়ার কারণে লোকজনের ঘুম ভেঙে গেলে এসে দেখতে পান ভয়াবহ আগুনের লেলিহান শিখা। উপকূলীয় চরাঞ্চল হওয়ার কারণে কাছাকাছি কোন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নেই। তাই স্থানীয় পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে খোকন মুন্সির গার্মেন্টস ও কসমেটিকের দোকান, ফজলু হাওলাদার এর ঢেউটিনের দোকান এবং মোজাম্মেল সরদার এর জাল কাছির দোকান পূড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল-হেলাল বলেন, অগ্নিকান্ডের বিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নিরুপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী