ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হাজী সামসুউদ্দিন ভূঞার ৩৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০২-১২ ০৫:৪৪:৪৩
নরসিংদীর রায়পুরা উপজেলার হাজী সামসুউদ্দিন ভূঞা কলেজের ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ হাজী সামসুউদ্দিন ভূঞার ৩৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কলেজ প্রাঙ্গণ অডিটোরিয়ামে এডভোকেট শাদেকুর রহমান সরকার খোকা এর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ শাহরিয়ার আহমেদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন, রায়পুরা প্রেসক্লাবের সহ সভাপতি এস এম শরীফ। প্রধান অতিথি আমীরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জামিল খান। এ সময় আরও বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট মমিন মিয়া, নাইমূল বাশার, আশরাফুল কবির , বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের সদস্য তারেক রহমান, ডা: মোবারক হোসেন ও কাওছার ভূঞা প্রমূখ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আমীরগঞ্জ মদিনাতুল উলূম মাদ্রাসার হেড হাফেজ মাওলানা আব্দুর রহমান দোয়া পরিচালনা করেন। তিনি ১৯৮৬ সালের ১২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ২০০২ সালে মরহুমের বড় ছেলে ব্যাংক এশিয়ার মহাব্যবস্থাপক ইরফান উদ্দিন আহমেদ ভূঞা তার পিতার নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। হাজী সামসুউদ্দিন ভূঞা একজন শিক্ষাণুরাগী ও সমাজসেবক ছিলেন।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী