দিনাজপুরের জেলা জামায়াতের আমিরসহ সাতজন গ্রেফতার
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২৩-০২-১১ ০৮:১৬:২০
- Print
দিনাজপুরে-জামায়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের নিঃস্বার্থ মুক্তি দাবিতে ঝটিকা বিক্ষোভ মিছিল করার সময় জেলা জামায়াতের আমির সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর পলিটেকনিক মোড় এলাকায় মিছিল করার একপর্যায়ে জেলা জামাতের আমির সহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলা শাখার আমির আনিসুর রহমান (৬৩), জেলা আমীর ও প্রক্তন সাধারণ সম্পাদক, মোঃ আবু তাহের, ০৭ নং শিবনগর ইউপি আমীর ফুলবাড়ী থানা, মোঃ মনজুরুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান ২০১৪-১৯ সাল ফুলবাড়ী উপজেলা, দিনাজপুর দক্ষিনের সদস্য জেলা জামাতে এবং সাবেক আমীর ফুলবাড়ী থানা জাহিদুল ইসলাম, সদস্য জেলা জামায়াত, নায়িমবিল্লা, পার্বতীপুর থানার আমবাড়ী ইউপি এর শিবিরের সাংগঠনিক সম্পাদক, আবুল বাশার, সদস্য পশুরামপুর ও মোঃ রফিকুল ইসলাম পার্বতীপুর থানার সদস্যদের নেতৃত্বে (৫০/৬০) জন নেতৃবৃন্দের একটি ঝটিকা মিছিল করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম আটকের সংবাদ নিশ্চিত করে বলেন
দিনাজপুর শহরের পলিটেকনিক মোড় দিকে মার মুখী হয়ে রাস্তায় চলাচল যানবাহন ও সাধারন জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে একটি মিছিল রাস্তায় নামার প্রস্তুতি গ্রহণ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভ মিছিলের অংশগ্রহণকারীরা এদিক-সেদিক ছুটাছুটি শুরু করলে তাদের মধ্যে হতে জিজ্ঞাসাবাদের জন্য ০৭ জনকে আটক করা হয়।
তিনি আরো বলেন তাদের নিয়মিত মামলা অজু করে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।