পলাশে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২৩-০২-১১ ০৮:০৯:১৬
- Print
আজ ১১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বিএনপির পদযাত্রা চলাকালিন সময় পলাশ চৈনগরদী মোড় হইতে বিএনপির স্থাই কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান এর বাড়ির মোড়ে আসলে পুলিশের বাধা সম্মক্ষিন হয়,এই সময় সাংবাদিক ও জনগণের উদ্দেশ্যে বিএনপির স্থাই কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন আপনার দেখেছেন পুলিশ কি ভাবে আমাদের উপর অত্যাচার করছে, বাংলাদেশে এখন গনতন্ত্র নেই, স্বৈরাচারি সরকার বাকনায়ক তন্ত্র কায়েম করে রেখেছে তাই সাধারণ জনগনের কোন অধিকার নেই, একদিকে যেমন সাধারণ মানুষের অধিকার হরন করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে কোন বিচার ব্যাবস্থার স্বাধীনতা নেই,এখানে আওয়ামী লীগ যা বলে সরকার তার মতে উঠে বসে,এখন পুলিশ আওয়ামী লীগের সেভা দাসে পরিনত হয়েছে, পুলিশ জনগণের টেক্স এর টাকায় চাকুরী করে, চাকুরির সর্থ হচ্ছে তারা দেশে শান্তি নিরাপত্তা রক্ষা করবে,আমরা যেখানে শান্তির্পণ সুস্থ পরিবেশে নিরব পদযাত্রা চলাকালীন সময়ে পুলিশ এসে বাধা প্রধান করে এবং আমাদের নিরব পদযাত্রার ব্যানারটি ও চিনিয়ে নিয়ে যায়, বাংলাদেশ সংবিধানে স্পষ্ট উল্লেখ্য আছে যা যার মতো স্বাধীন রাস্ট্রে চলাপেরা ও শান্তিপূর্ণ ভাবে থাকতে ও চলতে পারবে, কৈ সেই স্বাধীনতা, এখন আর স্বাধিনতা ধোহাই দিয়ে লাভ নেই, এখন আর স্বাধীনতা নেই,এই সরকার গুম খুনের সরকার, এই সরকার জুলুম অত্যাচারী ও স্বৈরাচারী সরকার, এই সরকারের আমলে সাধারণ মানুষের অধিকার হরন গনতন্ত্র হরন, সাধারণ খেটে খাওয়া মানুষ না খেয়ে মারা যায়,দ্রব্য মূল্য বৃদ্ধি, টেন্ডারবাজি সন্ত্রাস গুম খুন, অন্যায় ভাবে সাধারণ মানুষ ও বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে মিথ্যা বানোয়াট মামলায় অভিযুক্ত করে করাবন্ধী করে রেখেছে, বিএনপির পদযাত্রা সভা থেকে যুবদল নেতা ইউনুস, রহিম শুনা যায় আরো ৩ জনকে নাকি পুলিশ গ্রেফতার করে নিয়েছে, এসব অভিযোগ তুলে ধরেন, এই সময় এলাকার সাধারণ জনগন সহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীগন উক্ত পদযাত্রায় যোগদান করেন।