বিএনপি, জামায়েতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ
- বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
-
২০২৩-০২-১১ ০৮:০৮:০২
- Print
নরসিংদীর রায়পুরায় বিএনপি জামায়েতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীগ।
শনিবার (১১ফেব্রয়ারী) দুপুরে রায়পুরা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীগ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইনের সভাপতিত্তে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এড. সানজিদা খানম।
উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের সভাপতি জি. এম তালেব, সহ-সভাপতি এড. সামসুল হক, সাধারন সম্পাদক পীরজাদা কাজী মো: আলী, নরসিংদী -৩, শিবপুর থেকে নির্বাচিত সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, ঢাকা ক্লাবের সভাপতি হুমায়ুন মজিদ চন্দন, বাংলাদেশ আওয়ামীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু, উপজেলা আওয়ামীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম শাহীন, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফেরদৌস কামাল জুয়েল, মরজাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, পৌর আওয়ামী লীগের সদস্য মো. সাইফুর রহমান উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হক বাবুল, হান্নান সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু প্রমূখ।