ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০২-১১ ০৩:০৬:৩৯
সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রার নির্ধারিত স্থান আওয়ামী লীগ আগেই দখল করে নেওয়ায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাট ভাঙচুরের খবর পাওয়া গেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকপাড়া ওয়াপদা এলাকায় আমাদের পদযাত্রা কর্মসূচির ছিল। কিন্তু ওই পদযাত্রার স্থান আওয়ামী লীগের নেতাকর্মীরা আগেই দখলে নিয়ে নেয়। আমরা সেখানে গেলে তারা বলে, সেখানে আমাদের দাঁড়াতে দেবেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমানের মার্কেট, তার ভাতিজা নোমান ও রশিদ মেম্বরের দোকানপাট ভাঙচুর করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল বলেন, আজ বিকেলে আমাদের শান্তি সমাবেশকে সফল করার জন্য পাইকপাড়া বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক আলোচনা করছিল। এ সময় জেলা শহর থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করেন। পরে তারা ১০-১৩টি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, পাইকপাড়ায় কিছু দুষ্কৃতকারী কয়েক মিনিটের মধ্যে ৮-১৩টি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং দুই-তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ