বান্দরবানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
- মিঠুন দাশ, বান্দরবান
-
২০২৩-০২-১০ ১২:৩৬:৪৩
- Print
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টের জেলা ৮টি ফুটবল দল অংশগ্রহণ করছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্ট এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
উদ্বোধনী খেলায় অংশ নেন কিংস অব বনরুপা বান্দরবান পৌরসভা ও লামা উপজেলা ফুটবল দল।
খেলা দেখতে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকের লক্ষ্য করার মতো উপচে পড়া ভিড় ছিল। ৯০ মিনিটের এই খেলায় লামা উপজেলা দলকে ১-০ গোলে কিংস অব বনরুপা বান্দরবান পৌরসভা দলকে পরাজিত করে জয় লাভ করেন।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজ্জামেল হক বাহাদুর পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ'সহ প্রমুখ ।