রাজশাহীর বানেশ্বরে শান্তি সমাবেশ সফলের লক্ষ্যে দুর্গাপুরে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা
- মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
-
২০২৩-০২-১০ ০৯:৫৩:১৮
- Print
আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে ঘোষিত সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি রাজশাহীর বানেশ্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল ও স্বার্থকের লক্ষ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ শুক্রবার স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের দুর্গাপুর উপজেলা সদরের অফিস কক্ষে বিকেল ৫ টায় রাজশাহীর বানেশ্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল ও স্বার্থকের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি মহোদয়ের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু।
তিনি দুর্গাপুর পৌরসভা ও সকল ইউনিয়ন থেকে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে এমপি মহোদয়ের পক্ষে তার প্রতিনিধি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন , কেন্দ্রীয়ভাবে ঘোষিত এবং আগামী ১১ ফেব্রুয়ারি রাজশাহী জেলায় শান্তি সমাবেশ করার দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতিমন্ডলের সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহানের আয়োজনে পুঠিয়ার বানেশ্বরে আওয়ামী লীগের ইউনিয়ন শান্তি সমাবেশ সফল ও সার্থকের লক্ষ্যে প্রফেসর ডা. মনসুর রহমান এমপি মহোদয়ের ও দিক নির্দেশনা মোতাবেক উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল নেতাকর্মী ও সমর্থকদের শান্তি সমাবেশে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।
প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজাহার আলী খান, জেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, জেলা সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, যুবলীগ নেতা ইউপি সদস্য আমিনুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হেলাল, পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান নিঝুম, ইসরাফিল আলম, দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক কাউছার আহমেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।