দক্ষিন বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারী রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- ফরিদপুর প্রতিনিধিঃ
-
২০২৩-০২-১০ ০৯:৫০:২৯
- Print
স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে, এসো মিলি প্রানের বন্ধনে।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে প্রথম বারের মতো দক্ষিন বঙ্গের শতবর্ষী শ্রেষ্ঠ বিদ্যাপিঠ শতবর্ষী সরকারী রাজেন্দ্র কলেজে অনুষ্ঠিত হলো সমাজ কর্ম বিভাগের পুনমিলনী অনুষ্ঠান।
সরকারী রাজেন্দ্র কলেজ এলামনাই এসোসিয়েশন সমাজকর্ম সেতুবন্ধনের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা।
সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ বি এম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের উপধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম, সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম।
এছাড়াও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর এ কে এম মঞ্জু রেজা, বর্তমান বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার কুন্ডুসহ বিভিন্ন সেশনের শিক্ষার্থীবৃন্দ।
এসময় কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা স্মৃতিচারন মূলোক নানা বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।