ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পুরো গ্রাম পাঁয়ে হেটে প্রকল্প গ্রহন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ডা. মনসুর রহমান এমপি
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর, রাজশাহী
  • ২০২৩-০২-০৯ ০৯:৫২:৩৩
রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নিজ জন্মভূমিকে উন্নয়নে সাজাতে পুরো গ্রাম পায়ে হেঁটে প্রকল্প গ্রহন ও চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি। ৯ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে এগারোটায় স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি সকাল সাড়ে এগারোটাই নিজ জন্মভূমি কিশমত গনকৈড় ইউনিয়নের আড়ইল উচ্চ বিদ্যালয়ে পৌছান। সেখানে পূর্বথেকেই উপস্থিত থাকা বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী সহ নিজ গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সহ সকল পেশাজীবি জনাসাধারন এমপি মহোদয়কে অভিবাদন জানান। এরপর কিছু সময় বিদ্যালয়ের অফিস কক্ষে কিছু সময় বসে উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, উপসহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তাদের সাথে নিয়ে নিজ জন্মভূমি আড়ইল পুরো গ্রাম পরিদর্শন করে গ্রামের উন্নয়নে প্রকল্প গ্রহন ও চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন অত্র গ্রামের কৃতি সন্তান জাতীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি। আড়ইল গ্রামের উন্নয়নে আড়ইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু কর্নার নির্মান, গ্রামের সকল কাঁচাপাকা রাস্তা নির্মান ও সংস্কার, কালভার্ট, প্রটেকশন ওয়াল নির্মান, বিদ্যালয়ের মাঠ সংস্কার, ইদগাহ ময়দানের বাউন্ডারী ওয়াল নির্মান, মসজিদ উন্নয়ন প্রকল্প পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির জন্য পাম্প ও নলকূপ স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গ্রহন সহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ওয়ার্ড পর্যায়ের কমিউনিট ক্লিনিকগুলোর চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে আধুনিক যন্ত্রসামগ্রী ক্রয়ের প্রকল্প তৈরী করে অনুমোদনের জন্য দাপ্তরিক কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসূম-ই মোহাম্মদ মাসুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাহিদুল ইসলাম রনি, ডা. মশিদুল হক, উজানখলশী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খাঁন, সাধারন সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ জামান অয়ন, কিশমত গনকৈড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাকিল, দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাওসার আহম্মেদ সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আড়ইল গ্রামের সকল পেশাজীবি জনসাধারন উপস্থিত ছিলেন। এ সময় আড়ইল গ্রামকে উন্নয়নের চাদরে ঢাকতে সকল প্রকার প্রকল্প গ্রহন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করে আড়ইল গ্রামকে শহরের ন্যায় নান্দিনিক সাজে সাজিয়ে আধুনিক, মডেল, স্মাট গ্রামে রুপান্তরিত করতে প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। এসময় গ্রামবাসী গ্রামের কৃতিসন্তান স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু  করতে স্মারকলিপি দেবে হাঙ্গার প্রজেক্ট
মানুষের সেবার ব্রত নিয়ে আমি রাজনীতি শুরু করি-সুমি
নলছিটিতে এলজিইডির দরপত্র বিক্রিতে অনিয়ম, উপজেলা প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ
সর্বশেষ সংবাদ