ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া আদালতের সেই নাজিরকে বদলি
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০২-০৯ ০৭:৪৯:১৫
আইনজীবীদের চলমান আন্দোলনের মধ্যেই 'প্রশাসনিক কারণ’ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মোমিনুল ইসলামকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আন্তঃজেলা বদলি সংক্রান্ত এক নোটিশে এ তথ্য জানানো হয়। তবে নাজিরের বদলির বিষয়টি বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) জানাজানি হয়। নোটিশে মোমিনুলকে পারস্পরিক বদলির (মিউচ্যুয়াল ট্রান্সফার) কথা উল্লেখ করা হয়। এছাড়া চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. ছানাউল্যা তালুকদারকে তার পদে স্থলাভিষিক্ত করার কথা নোটিশে উল্লেখ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছেন আইনজবীবীরা। উল্লেখ্য, গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা নতুন করে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। গতকাল বুধবার থেকে তাদের নতুন করে আদালত বর্জন কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোনো এজলাসেই মামলার শুনানিতে অংশ নিচ্ছেন না। এতে করে দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থীরা।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী