ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীর্নদের মেয়র মিঠু'র অভিনন্দন
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • ২০২৩-০২-০৮ ১১:২৫:১৭
৮ ফ্রেব্রুয়ারী বুধবার প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। রাজশাহীর দুর্গাপুর পৌরসভা সহ দুর্গাপুর উপজেলা হতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সফলতার সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর পৌর মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাজেদুর রহমান মিঠু। তিনি এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় বলেন, এবারের অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল আগামীদের পড়াশোনার একটি অনুপ্রেরনা। আগামীতেও শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে। আগামীতে উচ্চ শিক্ষায় অধ্যায়নে ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী।  আগামীতে আরো ভালো ফলাফল অর্জণ করে দেশে ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে।  তিনি আরো বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপুরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ রতে হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা আগামীতে উচ্চ শিক্ষাগ্রহনে ভালো ফলাফল প্রত্যাশা করছি। সেই সাথে মেয়র মহোদয় কৃতী শিক্ষার্থীর অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন মেয়র মো. সাজেদুর রহমান মিঠু।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী