ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রেজিস্টারের অপসারণসহ ৭দফা দাবিতে পবিপ্রবিতে কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০২-০৮ ০৯:৪৭:২২

রেজিষ্ট্রারের অপসারণ, প্রতিটি ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের ৩ টি পর্যায়োন্নয়ন, সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেড এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা, প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরানো, অভিন্ন নীতিমালা প্রণয়ণে কমিটি আপডেট করা, অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধি রাখাসহ ৭দফা দাবি বাস্তবায়নে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা - কর্মচারীবৃন্দ। বুধবার সকালে  প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘটে বসে বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক কর্মকর্তা কর্মচারি। এসময় বক্তব্য রাখেন কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি মো. সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক ওয়াজকুরুণী, কর্মচারি পরিষদ সভাপতি মজিবুর রহমান মৃধা প্রমুখ।

বক্তারা বর্তমান দায়িত্বরত রেজিষ্ট্রারকে অযোগ্য ঘোষনা দিয়ে দ্রুত তার অপসারণসহ সকল দূর্ণীতিপরায়ণ কর্মকর্তাকে প্রশাসনের বাইরে বদলির দাবি করেছেন।

এদিকে টানা ১০ দিনের আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। গত ৩০ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে।  পরবর্তিতে কর্মচারি পরিষদ সংহতি প্রকাশ করলে আন্দোলন আরও জোড়ালো হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত