ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারালো স্কুল ছাত্র
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০২-০৭ ০৫:৪১:৪৬
সিরাজগঞ্জে অটোরিক্সার ধাক্কায় মো. সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। জানা যায়, সকালে বাড়ী থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেল যোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিক্সা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত রহমান মারা যায়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন জানান, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিক্সাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী