ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
কপিরাইট আইন ভঙ্গে জরিমানা হবে ৫ লাখ টাকা
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-০২-০৬ ০৯:০৪:০১

৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রেখে তৈরি করা ‘কপিরাইট আইন, ২০২৩’ এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এটি এবার নিয়ম অনুযায়ী সংসদে উত্থাপন করা হবে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, এখন যেহেতু ডিজিটাল যুগের কিছু বাস্তবতা তৈরি হয়েছে। তাই কপিরাইট আইনকে সংশোধন করে তৈরি করা খসড়া ২০২১ সালের অক্টোবরে কিছু পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। পরে (সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়) সেগুলো পূরণ করে আনলে বিস্তারিত আলোচনার পর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কপিরাইট আইনের এই খসড়ায় অজ্ঞাতনামা বা ছদ্মনামের সৃষ্টিকর্মের স্বত্বাধিকারী, ডেটাবেজ, পাবলিক ডোমেইন, মনোগ্রাম, লোকগান, লোকসংস্কৃতি, সম্পাদকসহ বেশকিছু বিষয়ে নতুন সংজ্ঞা সংযোজন করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের মেধাস্বত্বের বিষয় নিশ্চিত করা এবং পাইরেসি ঠেকাতে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে কপিরাইট আইন লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রাখা হয়েছে। কোনো সৃষ্টিকর্মের কপিরাইট না থাকা স্বত্বেও যদি কেউ সেটি প্রকাশ, পরিবেশন বা সম্পাদন করে, তাহলে তাকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা