ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দরিদ্র নারী ও তরুণ উদ্যোক্তার মাঝে নগদ অর্থ ও চেক হস্তান্তর
  • মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
  • ২০২৩-০২-০৬ ০৮:৪২:৪২

বাটারফ্লাই ম্যাট্রিমনিয়াল  ও দাতব্য প্রতিষ্ঠান বাটারফ্লাই ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন এর বাস্তবায়নে আজ ৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল পাঁচটায় বরগুনা জেলার আমতলী পৌরসভার পিভিএ -র হল রুমে একজন তরুণ উদ্যোক্তা, একজন বাক প্রতিবন্ধী, ও দুজন হতদরিদ্রদের মধ্যে দারিদ্র বিমোচন কর্মসূচি "স্বাবলম্বী" এর মাধ্যমে আমতলী ও তালতলী দুই উপজেলার মোট চারজনের মাঝে নগদ অর্থ প্রদান ও চেক হস্তান্তর করা হয়। তালতলীর কচুপাত্রার দুইজন নারী হতদরিদ্র ও আমতলী ফেরিঘাটের একজন বাকপ্রতিবন্ধী ও একজন তরুণ উদ্যোক্তা এই অর্থ গ্রহণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বরগুনা জেলা প্রতিনিধি ও আমতলী প্রেসক্লাবের সভাপতি একে এম খাইরুল বাসার বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার নয় নং ওয়ার্ড কাউন্সিলর ও আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুছা, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বাটারফ্লাই ফাউন্ডেশনের ইয়ুথ ডেভলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার জোসেফ মাহতাব, আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এস এম আবু জাফর সুজন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দ্যা ডেইলি ফিনান্সিয়াল পোস্টের আমতলী উপজেলা প্রতিনিধি মাহতাবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন মাতব্বর, ভোরের ডাকের আমতলী উপজেলা প্রতিনিধি এইচ এম রাসেল, পিভিএ-র মডারেটর শিউলি মালা, সাজিদ, আরিফ সহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী