ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জাহানারা জামানের মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুর পৌর মেয়র মিঠু'র দোয়া মাহফিল
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২৩-০২-০৬ ০৮:৩৯:৩৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৬র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

(৬ ফেব্রুয়ারি) সোমবার মরহুমা জাহানারা জামানের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠুর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দুর্গাপুর কওমি মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমা জাহানারা জামান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার মেয়র দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভার ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ জামান অয়ন, দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান হৃদয়, দুর্গাপুর পৌরসভার স্টোর কিপার যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তাফিজুর রহমান অনিক, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৌরসভার ছাত্রলীগের সদস্য রকি, সৈনিক লীগ নেতা রাব্বেল হোসেন, দেলুবায়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাওসার আহমেদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান সরকার আকাশ সহ বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ। মরহুমা জাহানারা জামান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনায় ছিলেন মুফতি মোঃ জহুরুল ইসলাম সহযোগিতায় ছিলেন মুফতি মোঃ আব্বাস আলী।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী