ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ভোলার লালমোহনে চিত্রা হরিন উদ্বার
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০২-০১ ০৮:০৭:৩৭
ভোলার লালমোহনে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বনের হরিণ লোকালয়ে দেখে প্রথমে চিনতে পারেনি স্থানীয়রা। শিয়াল ভেবে তাড়া করে আটক পরবর্তী চিনতে পেরে বন বিভাগের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড চতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। জানা যায়, সকালে ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলে হরিণটিকে ঘুরতে দেখে শিয়াল ভেবে তাড়া করে স্থানীয়রা। তাড়া খেয়ে পাশের পুকুরে ঝাপ দেয় হরিণটি। পরে পুকুর থেকে হরিণটি উদ্ধার করে ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্র ও বন বিভাগের কর্মকর্তাকে খবর দেয় তারা। এদিকে বনের হরিণ কে লোকালয়ে পেয়ে দেখতে ভীড় জমায় আশপাশের লোকজন। ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়া হয়েছে। লালমোহন বন বিভাগের বিট অফিসার মোঃ তাজল ইসলাম বলেন, হরিণটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষ (মেদ্দা), হরিণটি বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত