ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সাইফুর রহমান সরকারি কলেজে ছাত্রছাত্রীদের বরণ ও উদ্বোধনী ক্লাসের অনুষ্ঠান
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০২-০১ ০৫:২৪:৪০
"এসো হে নবীন সত্যের পথে" এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলবাড়ী উপজেলার একমাত্র সরকারি কলেজ সাইফুর রহমান সরকারি কলেজে এইচএসসিতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বরণ ও উদ্বোধনী ক্লাসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় কলেজ হল রুমে রজনীগন্ধা দিয়ে ভক্তিগত ছাত্র-ছাত্রীদের বরণ করে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাইফুর রহমান সরকারি কলেজের প্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, কলেজের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুজিবুর রহমান,সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম,বাংলা বিভাগের প্রভাষক সাহিনা সরকার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মিজানুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক রনজিত সেন, মুন সরকার, পলি রানী সহ আরো অনেকে। এ সময় ফুলবাড়ী ব্লাড ব্যাংক কলেজ শাখার উদ্যোগে নতুন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী