সিরাজগঞ্জে দিন ব্যাপি কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে মেলার উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য অদ্যাপক ড. হাবিবে মিল্লাত মুন্না। জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের আয়োজনে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, আওয়ামীলীগ কৃষি বান্ধব সরকার। কৃষি ক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে দেশকে খাদ্যে ¯^য়ং সম্পুর্ন করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। পাশপাশি ব্যাংক গুলোকে কৃষকের মাঝে কৃষি উৎপাদনে ঋণ প্রদানে আহবান জানান তিনি । সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যাান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন উপ সচিব, উপপরিচালক স্থানীয় সরকার, মোঃ জাহিদুল আলম ডিজি এম জনতা ব্যাংক সিরাজগঞ্জ. আব্দুল আলিম ডিজি এম জোনাল অফিস রাকাব সিরাজগঞ্জ , বিরেন্দ্র নাথ রায় যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক বগুড়া, ঋণ প্রাপ্ত কৃষক শান্তনা রানী সরকার তাড়াশ ও হাসান মনসুর কয়ের গাঁতী সিরাজগঞ্জ । উল্লেখ্য যে মেলায় ৩৩ টি বিভিন্ন ধরনের ষ্টলের আয়োজন করা হয়েছে।