থাকবো ভালো, রাখবো ভালো দেশ। বৈধপথে প্রবাসী আয় গড়বো বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আজ সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাসলিমা আলী।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশেকুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার দীপজন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা,অধ্যক্ষ আইএমটি, টিটিসি এবং জেলার সরকারী - বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা,এনজিও ব্যক্তিত্ব, মসজিদের ইমাম এবং সুধিজনেরা ।
এসময় অতিথিরা বলেন, বিদেশ গমনে ইচ্ছুকদের বৈধ পথে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে। তাহলে বিদেশ গিয়ে কেউ কোন প্রকার প্রতারিত হবে না। তাছাড়া দালালের মাধ্যমে জীবনের ঝুকি নিয়ে অবৈধ পথে বিদেশ না যাওয়ারও পরামর্শ প্রদান করা হয়।
এর আগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিমের মূল প্রবন্ধ পস্থাপনা করেন।