ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
আগে মহামারি সামলাতে হবে তারপর দুর্নীতি দমন: ডা. খুরশীদ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৭-২৭ ০৮:৫২:২৪

আগে মহামারি সামাল দিতে হবে তারপর দুর্নীতি দমন নিয়ে ভাবা যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম।

সোমবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক।

এসময় তিনি বলেন, সমন্বয়হীনতা আগে যা ছিল তা আর থাকবে না। মন্ত্রণালয় থেকে নতুন একটি স্টিয়ারিং কমিটি করা হয়েছে এই সমন্বয়হীনতা দূর করার লক্ষ্যে।

তিনি বলেন, আমরা এই সমন্বয়হীনতা কাটিয়ে উঠার চেষ্টা করছি। এক্ষেত্রে সংবাদ মাধ্যমের সহযোগিতাও প্রয়োজন। এসময় তিনি অনিয়ম দুর্নীতি তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যখাতের ভালো দিকগুলোও তুলে ধরতে সাংবাদিকদের কাছে অনুরোধ করেন।

মহাপরিচালক আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতকে হেয় প্রতিপন্ন করা গেলে বাহিরের দেশে যারা স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা করে তারা এটির সুযোগ নিবে।

এসময় স্বাস্থ্যখাতে সম্প্রতি বদলি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এগুলো কোন শাস্তিমূলক বদলি নয়। বরং এগুলো স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বদলি। তিনি বলেন, যেখানে রোগীর সংখ্যা বেশি হয়েছে সেখানেই ডাক্তারদের বদলি করা হয়েছে। এগুলো কোন দুর্নীতি বা শাস্তিমূলক ব্যবস্থা না।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ