ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
রূপগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২৩-০১-৩০ ১০:৪৪:০৫

চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলজিইডি কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার মুড়াপাড়া উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলজিইডি নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন সভাপতিত্বে মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিনসহ উপজেলার সকল এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে এলজিইডির প্রকৌশলীরা বলেন, গতকাল রবিবার বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী সরকারী দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন।

এসময় প্রকৌশলীরা মানববন্ধনে কয়েকটি দাবি তোলে ধরে বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘেœ রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে। এবং নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করার দাবিও জানান।

উল্লেখ, সারাদেশের এলজিইডির প্রকৌশলীদের এ মানববন্ধনে প্রকৌশলীদের জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) একাত্মতা প্রকাশ করেছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত