ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রধানমন্ত্রীর জনসভায় যোগদিতে গিয়ে সড়ক দূর্ঘনায় গুরুতর আহত যুবলীগ কর্মী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২৩-০১-২৯ ১২:৪৩:৩০

রাজশাহীর প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এক যুবলীগ কর্মী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

গুরুতর আহত যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম (৩০) রাজশাহীর দুর্গাপুর পৌরসভা রৈপাড়া গ্রামের শহীদ আবুল কাশেম এর ভাতিজা ও মৃত হাচেন আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারী রবিবার সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয় যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম। পথিমধ্যে সিংগা গ্রামের বিলের মধ্যে ভ্যান ও ইঞ্জিল চালিত ভুটভুটির সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গুরুতর আহত হওয়ার যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং বুকে প্রচন্ড আঘাত পেয়েছেন বলে জানাগেছে।

বর্তমানে সে আশঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসায় নিয়োজিত কর্তব্যরত ডাক্তার। সে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুর্গাপুর পৌরসভার যুবলীগের সভাপতি বেলাল হোসেন জানান, প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে গিয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ডের রৈপাড়া গ্রামের যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম সড়ক ঘটনায় গুরুতর আহত হয়েছে, তার চিকিৎসার সব ধরনের খোঁজখবর নেওয়া হচ্ছে। তার স্বাস্থ্যের অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসা জন্য ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ