সন্তান আপনার সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে ও কলেজের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু,নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বন্ধন,বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকার, কলেজ শাখার প্রভাষক আব্দুর রাজ্জাক,স্কুল শাখার সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, অভিভাবক রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, শরিফা খাতুনসহ আরো অনেকে। অভিভাবক সমাবেশে বিভিন্ন অভিভাবক মতামত প্রকাশ করেন। সমাবেশ শেষে ছাত্রছাত্রীদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়।