ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
শিক্ষার্থীদের হাতেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন- মনোহরদীতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০১-২৯ ১২:২৮:৩২

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে বেশি। দেশের প্রতি দ্বায়িত্ব পালনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তির অপব্যহার থেকে শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।

রবিবার সকালে মনোহরদী সরকারী কলেজের আয়োজনে কলেজ মাঠে নবীন বরণ ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.  মেজবাহ উদ্দিন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, জেলা পরিষদ সদস্য একেএম জহিরুল হক, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদেরও যোগ্যতা অর্জন করতে হবে। তথ্য প্রযুক্তিতে শিক্ষকদের আরো দক্ষতা বাড়িয়ে শিক্ষার্থীদের মাঝে ছড়িতে দিতে পারলে আমাদের মিশন এবং ভিশন বাস্তবায়ন সম্ভব হবে।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ