ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
নরসিংদীতে অস্ত্র, গুলি ও টাকাসহ দুই সন্ত্রাসী আটক
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০১-২৮ ১২:৫২:২৫
নরসিংদীতে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, আরিফ মিয়া (২৯) ও রুবেল মোহাম্মদ (৩১)। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারী) তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। শহর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এএসআই মামুনুর রশিদ সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী পৌর শহরস্থ ব্রাহ্মনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সদর উপজেলার কাউরিয়াপাড়া এলাকার মৃত তাহের মিয়ার ছেলে আরিফ মিয়া (২৯) এবং একই উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামের শহিদুল্লাহ’র ছেলে রুবেল মোহাম্মদ (৩১) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ ( পাঁচ) রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল ও নগদ এক লক্ষ চুরাশি হাজার টাকা উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ (পাঁচ) রাউন্ড গুলি ভর্তি অবৈধ একটি সচল পিস্তল ও নগদ টাকাসহ আরিফ ও রুবেল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। পরে আসামীদ্বয়ের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ