ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গ্রীণ ভ্যালী পার্কের ৫ম বর্ষে পদার্পনে, ড্রিম ফরেস্ট উদ্বোধন
  • পাবনা প্রতিনিধিঃ
  • ২০২৩-০১-২৮ ১২:৪১:১৩
গত ২৫ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় নাটোর লালপুরে অবস্থিত গ্রীণ ভ্যালী পার্কের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে ড্রিম ফরেস্ট এর উদ্বোধন করেন গ্রীণ ভ্যালী পার্ক এর ব্যাবস্থাপনা পরিচালক নূরিয়া পারভীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীণ ভ্যালী পার্কের পরিচালক এ এস এম সামসুজ্জোহা, আলমগীর কবীর হৃদয়, হাসিবুল ইসলাম, আমজাদ হোসেন, সুলতানুজ্জামান টিপু, আনজুমান আরা পারভীন, গণেশ চন্দ্র, ফজলুর রহমান জয়, ম্যানেজার সামিউল ইসলাম শুভ প্রমূখ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লালপুর শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, উত্তরা ব্যাংক এর ম্যানেজার আকতার হোসেন ও জনতা ব্যাংক এর ম্যানেজার শামিম আহমেদ সহ স্থানীয় ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সন্ধ্যায় বর্ষপূর্তির কেট কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে গান পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন ছিলো উৎসব মূখর। গ্রীণ ভ্যালী পার্কের চেয়ারম্যান আনজুমান বানু পুস্প বলেন গ্রীণ ভ্যালী পার্ক সুস্থ বিনোদনের জন্য একটি অন্যতম উজ্জ্বল নাম হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে আপনাদের মাঝে এটা আমাদের প্রাপ্তি আপনাদের সহযোগিতা। ব্যাবস্থাপনা পরিচালক, নূরিয়া পারভীন বলেন আমাদের চলমান জীবন এতোটাই ব্যাস্ততায় পরিপূর্ণ যে সময় করে আলাদাভাবে ফরেস্ট ভ্রমণের সুযোগ হয়ে ওঠেনা অনেকেরই সেজন্য আমাদের গ্রীণ ভ্যালী পার্কের ৫ম বর্ষে পদার্পনে ফরেস্ট এর অনুভূতি পেতে যে সকল পশুপাখি সরকারি নিয়মের মধ্যে পার্কে রাখার অনুমোদন রয়েছে তেমন কিছু পশুপাখি র সমন্নয়ে সাজানো হয়েছে ড্রিম ফরেস্ট এখানে হরিণ, ময়ূর, সাদা মহিষ, এলবিনো পাখি, উট পাখি সহ বেশকিছু পশুপাখি সংযোজন করা হয়েছে আমাদের ড্রিম ফরেস্টে এছাড়াও আছে কৃত্রিম ঝর্ণা ধারা সহ আরো বেশ কিছু আকর্ষন যা শিশু, যুবা, বৃদ্ধ সকল শ্রেণির মানুষের কাছে পরিচ্ছন্ন বিনোদনের উপলক্ষ হবে আশা করছি।
দিনাজপুরে জমকালো আয়োজনে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
আগামীকাল দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ
দিনাজপুরে শুরু হয়েছে, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪
সর্বশেষ সংবাদ