ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাবিতে ছাত্রলীগের প্রচার মিছিল
  • রাজশাহী প্রতিনিধি:
  • ২০২৩-০১-২৪ ০৪:৩১:২৬
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রচার মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় মন্নুজান হলের সামনে এই প্রচার মিছিলের আয়োজন করা হয়। এ সময় প্রচার মিছিলে নেতৃত্ব দেয় হলের সভাপতি নাইমা আকন্দ ও সাধারণ সম্পাদক ফারজানা শশী। মিছিলে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে এবং রাজশাহী মহানগরীর উন্নয়ন নিয়ে বিভিন্ন চিত্র তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রণিত করা হয়। এ সময় তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেল সহ বিভিন্ন মেগা প্রকল্প এর উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরো মেগা প্রকল্পের উদ্বোধন হবে। প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। সারা দেশের উন্নয়নের পাশাপাশি রাজশাহী মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। তারা বলেন, এখন রাজশাহীর সকল জনসাধারণ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আগমনের জন্য অধীর আগ্রহে রয়েছেন। রাজশাহী নগরীর ও ৯ টি উপজেলায় দেশের উন্নয়ন কর্মকান্ড নিয়ে ব্যাপক ভাবে প্রচারে নেমেছে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন,মন্নুজান হলের ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
শাহজাহান  ওমর’র কুশপুত্তলিকা দাহ, ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ সংবাদ