ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
শেখ হাসিনা সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে- এমপি ডা. মনসুর রহমান
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী)
  • ২০২৩-০১-২৩ ১০:১০:২৪

শেখ হাসিনা সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, আমাদের দেশে গ্রামে পাড়া মহল্লায় অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা অর্থের অভাবে লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি সহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন।

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার গোপীনাথপুর দাখিল মাদ্রাসার নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজধানী থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের তৃণমূলেও আধুনিক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ শেষে বাস্তবায়ন শুরু করছে আওয়ামীলীগ সরকার। 

ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে ভাবনের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

২৩ জানুয়ারী সোমবার প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে বিদ্যালয়ের পক্ষে মানপত্র পাঠ করেন গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট ইয়াছিন আলী মুন্সি।

পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ালী লীগের সভাপতি বানেছা বেগম, দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহীদুল হক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ, কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন। 

উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমানের একান্ত সহকারী সচিব ফয়সাল আহমেদ, পৌরসভা যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেতা আনোয়ার আদি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ হাসান রিদয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, দুর্গাপুর পৌরসভার ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ন আহবায়ক ইসরাফিল আলম, পানানগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জোহা , দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাওসার আলী সহ উপজেলা পৌরসভা ও সকল ইউনিয়ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
শাহজাহান  ওমর’র কুশপুত্তলিকা দাহ, ঝালকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা
সর্বশেষ সংবাদ