ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পরদিন পুকুরে মিললো শিশু মরদেহ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৩-০১-২৩ ০৯:২৪:২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের পরদিন সাইমন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমন গতকাল রোববার থেকে নিখোঁজ ছিলো। তার পরিবারের লোকজন অনেক খোঁজেও তার সন্ধান পাননি। অবশেষে আজ সকালে ওই শিশুকে মৃত অবস্থায় বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়।  

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী