আগামী ০১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ২ (আশুগঞ্জ- সরাইল) উপ-নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। সোমবার সকাল থেকে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবন্দরা। আশুগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ চালানোর পাশাপাশি কর্মী সমাবেশ করে তারা। নেতৃবন্দরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল প্রতীকে আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভ‚ইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নাসির আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর জানান, লাঙ্গলের পক্ষে যে গণজোয়ার উঠেছে তাকে উৎসাহ দিতে আমরা এসেছি। বর্তমান দেশের প্রেক্ষাপটে লাঙ্গলের ভোট অনেক বেড়েছে। সরাইল- আশুগঞ্জে এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে এবং জাতীয় পার্টির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে।