বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ভূমি আইন পাস হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করতে রোববার (২২ জানুয়ারি) গণবিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভূমি আইন পাস হয়েছে এবং ১০ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে বলে একটি ভুয়া খবর বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের ভুয়া খবর বা গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা মোটেই কাম্য নয়।
এতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ‘ভূমি আইন’ নামে কোনো আইন জাতীয় সংসদে এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি। সর্বসাধারণকে এ ধরনের ভুয়া খবর বা গুজবের বিষয়ে অধিকতর সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।