ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
প্রধানমন্ত্রীর জনসভায় লাখ লাখ মানুষরে ঢল নামবে: দারা
  • রাজশাহী প্রতিনিধিঃ
  • ২০২৩-০১-২২ ০৯:৫৫:০৪

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় লাখ লাখ মানুষের ঢল নামবে। এই জনসভার সাথেই শুরু হবে নবযাত্রা। ২৯ জানুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে পুঠিয়া উপজলা আওয়ামী লীগরে বিশেষ র্বধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক সাবেক সাংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি রাজশাহী সফরে আসছেন।রাজশাহী বাসীও তার দেওয়া প্রতিশ্রুতি উন্নয়ন দেখেছে। এই উত্তরের আওয়ামী লীগকে উজ্জিবীত করার যে চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী নিজে করছেন। তার দেখানো নির্শনাতেই উত্তরের জনপদ আজ উজ্জিবিত। তাই প্রধানমন্ত্রীর জনসভায় ঘরে ঘরে গিয়ে প্রত্যেকে আসতে আহবান করতে হবে। আজকের এই ডিজিটাল বাংলাদেশের যিনি রুপকার জাতির পিতার কন্যা জননেত্রী  শেখ হাসিনা। যার ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নের যে গতি সেই গতি যেনো কেউ থামাতে না পারে সেটি আমাদের করতে হবে। আগামী ২৯ জানুয়ারি পুঠিয়া-দুর্গাপুরের মানুষ রাজশাহীর মাদ্রাসা মাঠে গিয়ে দেখিয়ে দিবে তারা অন্য কোন দলকে আর  প্রশ্রয় দেয়না। এই দুই উপজেলার অনন্ত ৫০ হাজার মানুষ পায়ে হেঁটে হলেও প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি র্কপােরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, র্দীঘ ৫ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতার্কমীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্বীপনা, উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। জনসভাকে সফল করতে যাবতীয়ভাবে প্রস্তুতি আমরা নিচ্ছি। আমরা র্পাশ্ববতী জেলাগুলোতে নেতার্কমীদরে উদ্বুদ্ধ করছি, আহ্বান করছি, তারা নিজেরাও উদ্বুদ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীকে চোখে দেখতে, প্রধানমন্ত্রীর কথা কানে শুনতে জনসভার মাঠ ছাপিয়ে পুরো রাজশাহী শহরটি লোকে লোকারণ্যে পরিণত হবে। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগরে র্কাযনির্বাহী সংসদ সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী ৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা:মনসুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগরে সহযোগী সংগঠনের সকল নেতার্কমীরা।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা