দিনাজপুরে নাশকতার পরিকল্পনায় অংশ নিতে এসে জামাত শিবিরের ৩১ নেতাকর্মী গ্রেফতার
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২৩-০১-২২ ০৪:৪০:০৭
- Print
দিনাজপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুল রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে জামাত শিবিরের ৩১ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে দিনাজপুর শহরের জিলা স্কুলের সম্মুখ সড়ক থেকে ৩১ জামাত শিবিরের নেতাকর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জামাত শিবিরের ৩১ নেতাকর্মী আটকের সংবাদ নিশ্চিত করে বলেন, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে জামাত শিবিরের নেতা কর্মীরা নাশকতা করার উদ্দেশ্যে দিনাজপুর শহরে জমায়েত হয়। পরে পুলিশ উপস্থিতি টের পেয়ে একটি যাত্রী বাহী বাস সহ ৩১ জামাত শিবিরের নেতাকর্মীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জামাত শিবিরের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী বলে স্বীকার করেন আটককৃত জামাত-শিবির নেতাকর্মীরা
আটককৃত জামাত শিবিরের ৩১ নেতাকর্মী দিনাজপুর চিরিরবন্দরের রানীবন্দর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।