আমতলী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২৩-০১-২২ ০৪:৩১:৪৭
- Print
বরগুনা জেলার আমতলী প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২২ জানুয়ারি রবিবার। নির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটি, সকল সদস্য ও সহযোগী সদস্যদের উপস্থিতিতে আমতলী ডাক বাংলো হল রুমে সকাল ১০ টায় বর্তমান সভাপতি শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নবীন এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে বার্ষিক প্রতিবেদন পাঠ করা হয়। গত এক বছরে মৃত জ্ঞানী, গুনি, ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সকলের অংশগ্রহণে শুরু হয় মুক্ত আলোচনা। আলোচনায় নবীন সদস্যরা শিখে কাজ করার উপর আলোচনা করে এবং প্রবীণ সদস্যরা প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর আলোকপাত করেন। এছাড়াও নামে মাত্র গজিয়ে ওঠা সাংবাদিক সংগঠনের নিন্দা করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম, জি,এম, মুছা, খাইরুল আলম বুলবুল, জাকির হোসেন।
প্রবীণ সদস্য ও সাবেক সভাপতি জাকির হোসেন বলেন সকল গণমাধ্যমকর্মীদের সক্রিয় হতে হবে, প্রেসক্লাবকে আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে, নতুনদের প্রবীণদের থেকে শেখার আগ্রহ থাকতে হবে। সর্বশেষ সকল গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমতলী প্রেসক্লাবের উপদেষ্টা আবু জাফর সালেহ বলেন নবীনদের সক্রিয় ভুমিকা পালন করে গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে, প্রবীণদের থেকে নবীনদের কাজের সক্ষমতা বেশি তাই প্রবীণদের থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের সম্মৃদ্ধ করতে হবে।
আমতলী সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও আমতলী প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন বিশ্বাস বলেন প্রবীণদের নবীনদেরকে সহযোগিতার মানুষিকতা তৈরি করতে হবে। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র সেহেতু সবাই রাজনীতি করবে কিন্তু যখন কলম ধরবে তখন সাংবাদিকদের কোন রাজনীতি থাকে না।
সাধারণ সম্পাদক সৈয়দ নবীন বলেন আমরা গত এক বছর প্রেসক্লাবের দায়িত্ব পালন করেছি আমাদের অনেক ভুলত্রুটি হতে পারে যা নিজগুনে ক্ষমা করবেন। এবং যাতে কোন সদস্যের কারনে এই প্রেসক্লাবের সম্মান ক্ষুন্ন না হয় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করেন।
প্রেসক্লাবের সভাপতি শাহাবুদ্দিন পান্না প্রেসক্লাবকে সকল সাংবাদিকদের অংশগ্রহনের কেন্দ্রবিন্দু করার প্রস্তাব করেন ও প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা আবু জাফর সালেহর কাছে ক্ষমতা অর্পণ করেন।