ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পটুয়াখালীতে ছিন্নমূল ও প্রতিবন্ধিদের মাঝে কম্বল উপহার
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী
  • ২০২৩-০১-২১ ১২:০৬:৪৩
পটুয়াখালীতে ছিন্নমূল ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল উপহার দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। শুক্রবার গভীর রাতে শহরের লঞ্চ টার্মিনালে কর্মহীন, কর্মজীবী ও প্রতিবন্ধি নারী-পুরুষসহ অন্তত দুইশত ব্যাক্তির হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যাণার্জী, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে খুশি অসহায় এসব মানুষেরা। দৃষ্টি প্রতিবন্ধি নুরুল ইসলাম, আয়েসা বেগম ও রিনা আক্তার বলেন শীতে কষ্ট করছিলাম এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে। চলতি শীত মৌসুমে এই প্রথম পুলিশ জেলা সদর থেকে কম্বল বিতরন শুরু করেছে। পর্যায়ক্রমে উপজেলা শহরসহ যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষদের কাছে এ উপহার পৌঁছে দেবে পটুয়াখালী জেলা পুলিশ।
দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ