প্রশংসাপত্র দিতে টাকা নেয়ার অভিযোগ, প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা
- মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা
-
২০২৩-০১-২১ ১১:৫৭:১৮
- Print
আমতলীতে সাউথ বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজর কর্তৃপক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বর ও প্রশংসাপত্র তুলতে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ফলে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, নম্বর ও প্রশংসাপত্র তুলতে জনপ্রতি ৫০০ টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিলে এসব কাগজ দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।
শহরের সবুজবাগ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, সকালে এইচএসসি শিক্ষাক্রমে ভর্তি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে প্রশংসা ও নম্বরপত্রের জন্য তাকে ৫০০ টাকা পরিশোধ করতে হয়।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে কোনো ফি লাগার কথা না। কিন্তু সাউথ বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। তিনি আরও বলেন, বোর্ড থেকে নম্বরপত্র আনা ও প্রশংসাপত্র তৈরি করতে কিছুটা খরচ হতে পারে, যা ১০০-২০০ টাকার বেশি না।
সাউথ বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: হানিফ জানান, আমাদের এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা শিক্ষার্থীদের কাছে অনেক বেতন পাওনা থাকা স্বত্তেও তাদের শিক্ষাক্রম বাধাগ্রস্ত হতে দেইনি কিন্তু শিক্ষার্থীরা যখন প্রতিষ্ঠান থেকে শিক্ষাক্রম একেবারে শেষ করে চলে যাচ্ছে তখন ট্রান্সক্রিপ্ট দেয়ার আগে বকেয়া বেতন চাওয়া হলে তারা কৌশলে বকেয়া বেতনের কথা এড়িয়ে গিয়ে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছে।
আমতলী উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, আমি এ ব্যপারে কিছু জানিনা। প্রাইভেট ও পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠানের আইনের ব্যপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার জানান উভয় ক্ষেত্রেই আইন একই এবং আমি আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি এখন তদন্ত করে দেখবো।