ফরিদপুরে শীতার্তদের পাশে এ্যাড. জামাল হোসেন মিয়া
- ফরিদপুর প্রতিনিধিঃ
-
২০২৩-০১-২০ ১২:৪৩:১০
- Print
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্দ্যোগে ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আজ সকালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভীরের সার্বিক তত্ববধানে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে নগরকান্দা, সালথা ও কৃষ্ণপুরের ১০ হাজার শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
এসময় কম্বল বিতরন করেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং ফরিদপুর-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. জামাল হোসেন মিয়া।
এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার মো:ইউনুস খান, বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং সেক্টরের চিফ অপারেটিং অফিসার মো: রাজিব সামাদ ও তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহেল।